মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি :
বোদা নগর কুমারী নিবাসী প্রবীণ রাজনীতিবিদ শেখ আবুল কাশেম আজ ভোর ছয়টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৫ বছর।শেখ আবুল কাশেম দীর্ঘদিন ধরে নানা রকম জটিল রোগে আক্রান্ত ছিলেন। উনার মৃত্যুতে বোদা এলাকায় শোকের ছায়া নেমে আসে, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময় সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজার নামাজ এবং দাফন কার্য বাদ আসর টিএনটি গোরস্থানে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। মরহুমের ছোট ছেলে শাহাবুদ্দিন তার বাবার জন্য দেশবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।