
এম এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বগুড়া শহর যুবদল গণসংযোগ করেছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের ৫নং ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় গণসংযোগ পরিচালনা করেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। এ সময় তিনি বলেন, “জিয়া পরিবার সবসময় দেশের উন্নয়নে কাজ করেছে। বগুড়ার উন্নয়ন কর্মকাণ্ডেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিপুল ভোটে জয়ী করতে ধানের শীষে ভোট দিন।”
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আইনুল শেখ, ফয়সাল, রনি, সাগর, তুষার, আশিক মহন্ত, রবিউল ইসলাম, সুলতান, ফাহিম, খসরু, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসমাউল, আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।





















