
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া :
জেলা শাখার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান**
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ নভেম্বর ২০২৫ | সোমবার
ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাংবাদিকতার বিকাশ, পেশাদারিত্ব প্রতিষ্ঠা এবং দুর্নীতি–অনিয়মবিরোধী সংবাদচর্চাকে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে বিজয়নগর উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে প্রাণচঞ্চল হয়ে ওঠে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আলোচকদের গভীর বক্তব্য এবং নবগঠিত নেতৃত্বের প্রতি সমর্থন অনুষ্ঠানটিকে ব্যতিক্রমী মাত্রায় নিয়ে যায়।
এদিন সকাল থেকেই প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের আগমন শুরু হয়। দুপুর নাগাদ পুরো প্রাঙ্গণ ইলেকট্রনিক মিডিয়া, স্যাটেলাইট টিভি, জাতীয় দৈনিক, আঞ্চলিক সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে ওঠে।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক “সরেজমিন বার্তা”–র ব্যুরো চিফ সাংবাদিক এনামুল হক আরিফ।
এসময় উপস্থিত ছিলেন—
সাংবাদিক আবু তাহের, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া; জেলা প্রতিনিধি, দৈনিক বর্তমান
সাংবাদিক আল-আমিন খন্দকার, অর্থ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া; ব্যুরো চিফ, দৈনিক অর্থদৃষ্টি
জেলা শাখার বিভিন্ন ইউনিটের সমন্বয়কারী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিকবৃন্দ
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি
আলোচনা পর্বে অতিথিরা বাংলাদেশ প্রেসক্লাবের অতীত অর্জন, বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে মূল্যবান অভিমত দেন।সভাপতির প্রেরণাদায়ী বক্তব্য
সভাপতি এনামুল হক আরিফ তার বক্তব্যে বলেন—
> “বাংলাদেশ প্রেসক্লাব দেশের সর্ববৃহৎ সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত সাংবাদিক সংগঠন।
সত্য প্রকাশে আমরা কখনো আপোষ করিনি, করবও না।
দেশের যেকোনো প্রান্তে দুর্নীতি, অনিয়ম বা অবিচার ঘটলে প্রথমেই সেখানে বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা পৌঁছে যান।”তিনি আরও বলেন—
> “বিজয়নগর উপজেলার নতুন কমিটির নেতৃত্ব সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার যেকোনো অনিয়ম উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার সংগ্রাম। এই সংগ্রামে আপনাদের আরও দৃঢ় ভূমিকা দেখতে চাই।”
তার বক্তব্যে উঠে আসে—
সাংবাদিকদের নিরাপত্তা
পেশাগত দক্ষতা বৃদ্ধি
মাঠপর্যায়ের রিপোর্টিং শক্তিশালীকরণ
তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার
নতুন প্রজন্মকে সাংবাদিকতায় উৎসাহিত করার কৌশল
বিজয়নগর উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটি,বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যাচাই–বাছাই কমিটির সুপারিশক্রমে বিজয়নগর উপজেলা কমিটির নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়—
কার্যনির্বাহী পদ
সভাপতি: সাংবাদিক মোহাম্মদ সেলিম মিয়া
সিনিয়র সহ-সভাপতি: সাংবাদিক তোফাজ্জল হোসেন
সাধারণ সম্পাদক: সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সাংবাদিক মোস্তাকিম রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: — পরবর্তীতে প্রকাশিত হবে
সাংগঠনিক পদ
সাংগঠনিক সম্পাদক: সাংবাদিক জহির শাহ
সহ-সাংগঠনিক সম্পাদক: সাংবাদিক বকুল রানী দাস
দপ্তর ও প্রচার বিভাগ
দপ্তর সম্পাদক: সাংবাদিক জুয়েল ভূঁইয়া,প্রচার সম্পাদক: সাংবাদিক জুনায়েদ মিয়া।অন্যান্য সদস্য
পূর্ণাঙ্গ সদস্য তালিকা দ্রুতই অফিসিয়ালভাবে প্রকাশ করা হবে—যেখানে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে অভিজ্ঞ, তরুণ ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিষ্ঠাতা সভাপতির সমাপনী ঘোষণা।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফ বলেন—> “আমি আশা করি, নবগঠিত কমিটির প্রতিটি সদস্য সাহসী রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং নৈতিক সংবাদচর্চার মাধ্যমে বিজয়নগরকে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মানবিক উপজেলা গড়ে তুলতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ প্রেসক্লাব কখনো অন্যায়ের কাছে মাথানত করে না। আপনারাও সেই ঐতিহ্য সমুন্নত রাখবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি সাংবাদিক সমাজের ঐক্য, পেশাদারিত্ব, প্রশিক্ষণ এবং একে অপরের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
সাংবাদিকদের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জানান—বিজয়নগরে একটি শক্তিশালী এবং নীতিনিষ্ঠ সাংবাদিক কমিটি গঠিত হওয়ায় স্থানীয় জনগণ উপকৃত হবে,মাঠপর্যায়ের দুর্নীতি, মাদক, ভূমি দখল, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা পালন করা সম্ভব হবে।কমিটি আগামী এক মাসের মধ্যে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা, ফ্যাক্ট–চেকিং কোর্স, সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে
অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশন।ঘোষণা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সকল সাংবাদিক একত্রে ফটোসেশনে অংশ নেন।
পুরো অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ, আন্তরিকতা ও পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ।




















