
রানা মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
সোমবার, ২৪ নভেম্বর দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কারের সময় শ্রমিকরা হঠাৎ এক বিশাল আকারের অজগর সাপ দেখতে পান। হঠাৎ সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার খবর জানানো হয় স্থানীয় সমাজসেবী অধ্যক্ষ অশীত কুমার পাল ও অনিক দেবকে। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড়। তাঁরা সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিশ্চিত করেন এটি একটি অজগর প্রজাতির সাপ।
পরে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরিবেশকর্মীদের এ দায়িত্বশীল ভূমিকার জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





















