
মোমিন আলি লস্কর জয়নগর ( ভারত আন্তর্জাতি):
ছাগল পশ্চিমবঙ্গের অতি গুরুত্বপূর্ণ পশুসম্পদ। ছাগল আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম প্রধান উৎস।আজ ২৫শে নভেম্বর মঙ্গলবার প্রাণীসম্পদ বিকাশ বিভাগ দক্ষিন চব্বিশ পরগনা জেলার উদ্যোগে জয়নগর সদর ব্লকে বারুইপুর পূর্ব বিধান সভার বিধায়ক বিভাস সর্দার,সহ জয়নগর এক নম্বর ব্লকের ব্লক সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহসভাপতি সুহানা পারভীন বৈদ্য,সমস্ত কর্মধ্যক্ষ এবং প্রকল্পের অধিকর্তা উপস্থিতে ১০টি স্বনিভর গোষ্টীর মহিলা উপভোক্তাকে ৫০টি ছাগল প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধান সভার বিধায়ক বিভাস সর্দার, জয়নগর এক নম্বর ব্লকের ব্লক সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহসভাপতি সুহানা পারভীন বৈদ্য,প্রানী সম্পদ ও মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মধ্যক্ষ ভবেশ রঙ্গন চক্রবর্তী,বন ও ভূমি সংস্কার কর্মধ্যক্ষ শুকুর আলী মোল্লা,প্রকল্প অধিকর্তা, ডাঃ সমীর পাত্র এবং ডাঃ শুভাশীষ নিয়োগী পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধক্ষ্য সহ প্রানীসম্পদ দপ্তরের জেলা ও ব্লকস্তরের আধিকারিকগন।দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন উৎপাদক গোষ্টির (স্বসহায়ক দল) দপ্তর কর্তৃক সকল উপভোক্তাকে প্রশিক্ষণ এবং প্রত্যেকটি ছাগল এর বীমাকরণ করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে জয়নগর এক নম্বর ব্লকের ডাঃ সমীর পাত্র এবং ডাঃ শুভাশীষ নিয়োগী ছাগল পালন এর পদ্ধতি ও স্বনির্ভরতার বিভিন্ন দিক বিশেষভাবে আলোচনা করেন।





















