
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে র্কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রসাশক আল মামুন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ নভেম্বর )সন্ধায় ৭ টায় জয়পুরহাট জেলা প্রসাশকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রসাশক আল মামুন মিয়া।তিনি বলেন,আমাদের সামনে বড় দায়িত্ব একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা।সেই লক্ষ্য আমি জয়পুরহাট এসেছি।জেলায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।
বক্তব্য তিনি আরও জানান,জেলা এখন সারের সংকট চলছে।কৃষকদের স্বার্থে বাজারে সার সরবরাহ নিশ্চিত করা।সার মজুদ রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রতিটি বাজারে আমরা মনিটরিং করবো।এছাড়া রাস্তা ঘাট শহরে যানযট নিরসনে কাজ করা হবে।সভায় অতিরিক্ত জেলা প্রসাশক,বিভিন্ন দপ্তরের কর্মকতা উপস্থিত ছিলেন,
উক্ত মতবিনিময় সভা আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন টিভি জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি ও এটিএন বাংলা এটিএন নিউজ টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, সহসভাপতি ও দেশ টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা সহ জেলার কর্মরত পিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।





















