এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কাটার মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম।
এবারের প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০টি স্টলে উন্নত জাতের গবাদিপশু ও পাখি প্রদর্শন করা হয়। খামারিদের উৎসাহিত করতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একে এম আতিকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি প্রমুখ।