
কাজিপুর প্রতিনিধিঃ
“জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫” উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত নানা অনুষ্ঠানমালার মাধ্যমে পালিত হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ।বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রমের সূচনা হয়। র্যালি শেষে ইউএনও মোস্তাফিজুর রহমান শুভ উদ্বোধন করেন এবং অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম প্রমুখ। খামারিদের প্রতিনিধি বক্তব্যের পর অতিথিরা প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন খামারিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান। বিকাল ৪টায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে খামারিদের জন্য ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, স্কুল ফিডিং, সচেতনতা প্রচারণা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণের উপস্থিতি এবং উৎসাহ–উদ্দীপনায় কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে পুরো সপ্তাহজুড়ে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত উৎসবের পরিবেশ।

























