আসাদুজ্জামান,স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম :
নারী ও যুবকদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজের ভুমিকা জোরদার করার লক্ষ্যে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ইউরোপীয়ান ইউনিয়ন ও এ্যাকশন এইড বাংলাদেশ’র সুশীল প্রকল্পের আওতাধীন ‘নারী ও যুবকদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দিনের শুরুতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালী জেলা পরিষদ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়। র্যালীতে নারী, যুব, সিভিল সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াছমিন, নাগরিক প্রত্যাশা ও দাবিসমূহ পাঠ করেন ফরিদা ইয়াছমিন। ঘোষণাপত্র পাঠ করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান।
সম্মেলনে বক্তরা বলেন, এই সম্মেলন নারী ও যুবকদের অন্তর্ভুক্তিমূলক‚ অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সম্মেলনে আলোচনা রাখেন, সমাজসেবার উপপরিচালক হুমায়ুন কবির, সহকারী নির্বাচন অফিসার সালমা খাতুন, যুব উন্নয়নের উপ পরিচালক আব্দুল হালিম, বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি রওশন আরা চৌধুরী, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের সেক্রেটারী এম. রশিদ আলী প্রমুখ।