এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরতলীর ঝোপগাড়ী ঈদগাহ মাঠ এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক দম্পতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্ত্রী মিনা (৩২) ছুরিকাঘাতে আহত হন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে।
আহত একই এলাকার বাসিন্দার মোঃ খালেক এর মেয়ে মিনা । ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই মিনার স্বামী আফতাব (৪০), পিতা ইয়াসিন, গ্রাম বয়রাতলা, সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।