
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলার বীর কেদার ইউনিয়নের শেখাহার বাজার এলাকা থেকে হাবিবুর রহমান খোকন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মহিন (২১),কে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সিপিএসসি বগুড়া একটি অভিযানিক দল।
র্যাব জানায়, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া আনন্দ আশ্রমের উত্তর পাশে পৌঁছালে খোকনকে পূর্বপরিকল্পিতভাবে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিদের গ্রেফতারে র্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ৯ নম্বর পলাতক আসামি মহিন শেখাহার বাজার এলাকায় অবস্থান করছে। পরে র্যাব-১২ এর একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে মহিনকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত মহিন পিতা জিল্লার, সাংসেউজগাড়ী, রেলওয়ে মাঠসংলগ্ন, বগুড়া,কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





















