এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আসন্ন ২৭ নভেম্বর বগুড়া শাজাহানপুর উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিতব্য কর্মী সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশের ভেন্যু মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা জামায়াতের পাশাপাশি শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীর্ষ নেতৃবৃন্দ। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।
পরিদর্শন শেষে শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বলেন, “আগামীকালের কর্মী সমাবেশ হবে শাজাহানপুরের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশ। মাঠ, মঞ্চ, নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে, যাতে লোকজন নির্বিঘ্নে সমাবেশে অংশ নিতে পারে।”
তিনি উপজেলার সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানান।
জানা যায়, সমাবেশে সভাপতিত্ব করবেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা উপাধ্যক্ষ আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।