মুহাম্মদ হাদিসুর রহমান (ক্ষেতলাল,জয়পুরহাট) প্রতিনিধি :
মোগল স্থাপত্যের নিদর্শন ,ইতিহাস ও শিল্প মিলিত হয়েছে- জয়পুরহাটের ঐতিহ্যবাহী একটি হিন্দা কসবা শাহী জামে মসজিদে।
হিন্দা-কসবা শাহী জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোয়ায় নির্মিত অন্যতম মসজিদ। জয়পুরহাট শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এ মসজিদটি অবস্থিত।
বাংলা ১৩৬৫ সালে মসজিদটি নির্মিত হয়। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অবকাঠামো। মোগল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাইরের দেয়ালে পোড়ামাটির আস্তরন দেখা যায়। কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাচ ও চিনামাটির টুকরার সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তেই এই মসজিদটির ঝলমলে নজরকাড়া রূপ যে কাওকে মুগ্ধ করে।
এটি আমাদেরর ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান।