গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ২৬ নভেম্বর ২০২৫, বুধবার দিনব্যাপী উৎসবপ্রাণ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। “দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী প্রদর্শনীতে প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও সম্ভাবনাকে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী ও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালিহাতী।
তিনি বলেন—
দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ—এই দুই দিককে সমান গুরুত্ব দিতে পারলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনেও এই খাতের সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব ফারহানা মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা, বলেন— কৃষি ও প্রাণিসম্পদ খাত পরস্পর নির্ভরশীল। খাদ্যশস্য উৎপাদন, পশুখাদ্য, জীবিকায়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমন্বিত পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। নবীন কৃষক ও খামারিদের নতুন প্রযুক্তি শেখাতে এ ধরনের প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখে।
প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড’ — উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈদ আল সালাউদ্দিন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈদ আল সালাউদ্দিন বলেন—
প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। আধুনিক ডেইরি প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, উন্নত খামার ব্যবস্থাপনা, প্রজনন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পশুপালনকে মাঠপর্যায়ে পৌঁছে দিতে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলস কাজ করছে।
বহুমুখী স্টলে প্রযুক্তি, উদ্ভাবন ও দেশীয় জাতের সমারোহ । প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন প্রাণিসম্পদ প্রযুক্তি, গবাদিপশু উন্নয়ন, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, ডেইরি প্রযুক্তি ও আধুনিক পশুপালন সংক্রান্ত স্টল।
স্থানীয় খামারি, কৃষক ও শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী পদ্ধতি এবং দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি ও বিভিন্ন পশুপাখির প্রদর্শনী করে দর্শনার্থীদের দৃষ্টি কাড়েন।
কালিহাতী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আয়োজনটি প্রদর্শনীটির আয়োজন করা হয় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে ।
অনুষ্ঠানটির বাস্তবায়নে উপজেলা প্রশাসন ,উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর,ভেটেরিনারি হাসপাতাল, কালিহাতী।
সার্বিক সহযোগিতায় ছিলেন :প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।