এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-১ আসনে বিএনপির প্রদত্ত দলীয় মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৭/১১/২৫ বৃহস্পতিবাত রাত আটটার দিকে মেহেরপুর শহরে মনোনয়ন পুণ্য: বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ও উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু,সাবেক সদস্য জাকির হোসেন,সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি, মীর ওমর ফারুক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন,পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ,সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ ,জেলা যুবদলের সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, সদস্য মেহেদী হাসান রোলেক্সসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।