প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৩:৫৫ পি.এম
সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
সীমান্তে গুজব ও চোরাচালান রোধে গণমাধ্যমের সহায়তা কামনা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চতুরবাড়ী বিওপি ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, একটি চক্র সীমান্তে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের গুজব রুখে দিতে সরেজমিনে ঘুরে সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম। আগামী দিনেও যেকোনো ধরনের গুজব রুখতে গণমাধ্যমের সহায়তা কামনা করছি।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করছে বিজিবি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। লালমনিরহাটের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আরও একটি বিওপির উদ্বোধন করা হলো। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবিকে সহযোগিতা করতে গণমাধ্যমসহ স্থানীয়দের সহায়তা কামনা করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এসএম শফিকুর রহমান, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এবং বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এর আগে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধীনে ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপির মধ্যস্থলে চতুরবাড়ী বিওপির উদ্বোধন করেন। এসময় নতুন ক্যাম্পে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
© আশার দিগন্ত সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কালের বার্তা