, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ ।

  • প্রকাশের সময় : ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৩৫ পড়া হয়েছে

সমরেশ রায়  কলকাতা, পশ্চিমবঙ্গ :আজ ২৯ শে নভেম্বর শনিবার, দুপুর ৩টায়, বাঁশআড়া, কাশিমপুরের সংযোগস্থলে, শাহ সূফী মোঃ নকছের আলী ভান্ডারীর উদ্যোগে ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ এর শুভ সূচনা হলো।, এই উৎসব চলবে তিন দিন যাবৎ ,২৯ শে নভেম্বর ৩০ শে নভেম্বর ও ১লা ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই থাকছে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা।

প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কে এম আলম টমে – সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমি।

ডাক্তার মোঃ আবুল হাশিম – বিশেষজ্ঞ সার্জন প্রাক্তন বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক ফরিদপুর ও বগুড়া মেডিকেল কলেজ।

খন্দকার লিপু আমির- সভাপতি কুমারখালী প্রেসক্লাব ।

মোঃ সোহাগ মাহমুদ – সাধারণ সম্পাদক কুমারখালী প্রেসক্লাব,

প্রধান অতিথি এস এম মিকাইল ইসলাম-উপজেলা নির্বাহী অধিকার, সভাপতি কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমী,

সৈয়দা রাশিদা বারী- কবি, সাহিত্যিক ,সিনিয়র সাংবাদিক , সম্পাদক ,সংগঠক, প্রধান উপদেষ্টা, বাঁশআরা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফ।

শম্পা দাস- বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক, সংগঠক, এডিটর, ভারত

সৈয়দা তানিয়া সিমি- কবি, লেখক, আইনজীবী , (রাজবাড়ী)
শুভ্রা বিশ্বাস- কবি ও সাংবাদিক, ঢাকা

বকুল চৌধুরী- প্রতিষ্ঠাতা সভাপতি , কুমারখালী প্রেস ক্লাব

মিজানুর রহমান লাকি- সিনিয়র সাংবাদিক ও সংগঠক, কুষ্টিয়া

এছাড়াও উপস্থিত ছিলেন শিশির অধিকারী এবং ফারুক হোসেন ও সুজন হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ ও ভান্ডারিয়া শরিফের সকল সদস্যবৃন্দ।

সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩২ তম ভান্ডারিয়া শরীফের ওরশ উৎসব শুভ সূচনা হলো, এবং প্রত্যেক অতিথিকে ফুলের মালা পরিয়ে এবং একটি করে স্মারক দিয়ে সম্মানিত করেন, তাহার সাথে সাথে মঞ্চে শাহ সূফি মো: নকছের ভান্ডারীর লেখা গান ও কবিতার একটি করে বই উপহার দেন,

এরপর একে একে অতিথিরা তাহাদের সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন, নকছের ভান্ডারী যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে আরো এগিয়ে যায়, দিকে দিকে ছড়িয়ে পড়ে, এবং সবার সহযোগিতায় এই উৎসব যেন আরো বড় হয়ে ওঠে, আমরা ওনার পাশে সবসময় আছি আর থাকবো, উনি যেভাবে মানুষের পাশে থাকেন, সাধারণ মানুষের কথা ভাবে, এবং সবাইকে নিয়ে এই ওরশ উৎসবকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছেন আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সকল কাশিমপুর এলাকাবাসীকে,

উদ্যোক্তা বাঁশআরা ,কাশিমপুর ভান্ডারিয়া শরীফের সভাপতি, গবেষক, লেখক, গীতিকার, শাহ সূফি মোহাম্মদ নকছের আলী ভান্ডারী , সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে প্রথমে কান্নায় ভেঙে পড়েন, বহূ জ্বালা, যন্ত্রণা ,কষ্টের মধ্য দিয়ে এই দরবারকে একটু একটু করে গড়ে তুলেছেন, সকলের কাছে গিয়ে হাত পেতেছেন, কখনো তিনি নিজের দিকে তাকিয়ে দেখেননি, তিনি সব সময় চেয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানকে বড় করে তোলার, আর এইরকম একটি গ্রামের মধ্যে ওরশ উৎসব পালন করা, যেখানে সকল ভক্তরা একত্রিত হবে , বাঁশআরা কাশিমপুরের মানুষেরা এই উৎসব উপভোগ করবেন, আজ তাহার স্বপ্ন একটু একটু করে রূপায়িত হয়েছে , সম্মানের সাথে মাথা উঁচু করে তিন দিন ধরেই উৎসব পালন করে চলেছেন, শুধু তাই নয় তাহার একটি গ্রন্থ প্রকাশিত হয়, গানে ও কবিতায়, যাহার নামকরণ করেছেন- “মুনি ঋষির ভাব” এমনকি তার গান টিভি চ্যানেল থেকে বেশ কিছু জায়গায় বেজে ওঠে, সকলের কন্ঠে কন্ঠে ধ্বনিত হয়, তবে তিনি নিজের কথা না বলে, এলাকাবাসীর কথা বললেন, সবাই যদি সহযোগিতা না করে, পাশে না থাকে, কখনোই এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না। তাই সকল এলাকাবাসীকে ও পুলিশ প্রশাসন থেকে শুরু করে উদ্ধবর্তন অফিসারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এইভাবে যেন প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকেন, আর সকল সদস্যরাও আমার পাশে থেকে এইভাবে যেন সহযোগিতার হাত বাড়ান

জনপ্রিয়

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ ।

প্রকাশের সময় : ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

সমরেশ রায়  কলকাতা, পশ্চিমবঙ্গ :আজ ২৯ শে নভেম্বর শনিবার, দুপুর ৩টায়, বাঁশআড়া, কাশিমপুরের সংযোগস্থলে, শাহ সূফী মোঃ নকছের আলী ভান্ডারীর উদ্যোগে ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ এর শুভ সূচনা হলো।, এই উৎসব চলবে তিন দিন যাবৎ ,২৯ শে নভেম্বর ৩০ শে নভেম্বর ও ১লা ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই থাকছে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা।

প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কে এম আলম টমে – সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমি।

ডাক্তার মোঃ আবুল হাশিম – বিশেষজ্ঞ সার্জন প্রাক্তন বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক ফরিদপুর ও বগুড়া মেডিকেল কলেজ।

খন্দকার লিপু আমির- সভাপতি কুমারখালী প্রেসক্লাব ।

মোঃ সোহাগ মাহমুদ – সাধারণ সম্পাদক কুমারখালী প্রেসক্লাব,

প্রধান অতিথি এস এম মিকাইল ইসলাম-উপজেলা নির্বাহী অধিকার, সভাপতি কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমী,

সৈয়দা রাশিদা বারী- কবি, সাহিত্যিক ,সিনিয়র সাংবাদিক , সম্পাদক ,সংগঠক, প্রধান উপদেষ্টা, বাঁশআরা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফ।

শম্পা দাস- বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক, সংগঠক, এডিটর, ভারত

সৈয়দা তানিয়া সিমি- কবি, লেখক, আইনজীবী , (রাজবাড়ী)
শুভ্রা বিশ্বাস- কবি ও সাংবাদিক, ঢাকা

বকুল চৌধুরী- প্রতিষ্ঠাতা সভাপতি , কুমারখালী প্রেস ক্লাব

মিজানুর রহমান লাকি- সিনিয়র সাংবাদিক ও সংগঠক, কুষ্টিয়া

এছাড়াও উপস্থিত ছিলেন শিশির অধিকারী এবং ফারুক হোসেন ও সুজন হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ ও ভান্ডারিয়া শরিফের সকল সদস্যবৃন্দ।

সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩২ তম ভান্ডারিয়া শরীফের ওরশ উৎসব শুভ সূচনা হলো, এবং প্রত্যেক অতিথিকে ফুলের মালা পরিয়ে এবং একটি করে স্মারক দিয়ে সম্মানিত করেন, তাহার সাথে সাথে মঞ্চে শাহ সূফি মো: নকছের ভান্ডারীর লেখা গান ও কবিতার একটি করে বই উপহার দেন,

এরপর একে একে অতিথিরা তাহাদের সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন, নকছের ভান্ডারী যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে আরো এগিয়ে যায়, দিকে দিকে ছড়িয়ে পড়ে, এবং সবার সহযোগিতায় এই উৎসব যেন আরো বড় হয়ে ওঠে, আমরা ওনার পাশে সবসময় আছি আর থাকবো, উনি যেভাবে মানুষের পাশে থাকেন, সাধারণ মানুষের কথা ভাবে, এবং সবাইকে নিয়ে এই ওরশ উৎসবকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছেন আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সকল কাশিমপুর এলাকাবাসীকে,

উদ্যোক্তা বাঁশআরা ,কাশিমপুর ভান্ডারিয়া শরীফের সভাপতি, গবেষক, লেখক, গীতিকার, শাহ সূফি মোহাম্মদ নকছের আলী ভান্ডারী , সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে প্রথমে কান্নায় ভেঙে পড়েন, বহূ জ্বালা, যন্ত্রণা ,কষ্টের মধ্য দিয়ে এই দরবারকে একটু একটু করে গড়ে তুলেছেন, সকলের কাছে গিয়ে হাত পেতেছেন, কখনো তিনি নিজের দিকে তাকিয়ে দেখেননি, তিনি সব সময় চেয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানকে বড় করে তোলার, আর এইরকম একটি গ্রামের মধ্যে ওরশ উৎসব পালন করা, যেখানে সকল ভক্তরা একত্রিত হবে , বাঁশআরা কাশিমপুরের মানুষেরা এই উৎসব উপভোগ করবেন, আজ তাহার স্বপ্ন একটু একটু করে রূপায়িত হয়েছে , সম্মানের সাথে মাথা উঁচু করে তিন দিন ধরেই উৎসব পালন করে চলেছেন, শুধু তাই নয় তাহার একটি গ্রন্থ প্রকাশিত হয়, গানে ও কবিতায়, যাহার নামকরণ করেছেন- “মুনি ঋষির ভাব” এমনকি তার গান টিভি চ্যানেল থেকে বেশ কিছু জায়গায় বেজে ওঠে, সকলের কন্ঠে কন্ঠে ধ্বনিত হয়, তবে তিনি নিজের কথা না বলে, এলাকাবাসীর কথা বললেন, সবাই যদি সহযোগিতা না করে, পাশে না থাকে, কখনোই এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না। তাই সকল এলাকাবাসীকে ও পুলিশ প্রশাসন থেকে শুরু করে উদ্ধবর্তন অফিসারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এইভাবে যেন প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকেন, আর সকল সদস্যরাও আমার পাশে থেকে এইভাবে যেন সহযোগিতার হাত বাড়ান