
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার উন্নয়নে পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন ও বেকারত্ব দূরীকরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান। শনিবার (২৯ নভেম্বর ) সকাল ১১টায় দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাওনাট পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্-এর সুযোগ্য পুত্র শাহ্ রিয়াজুল হান্নান বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে আমার প্রথম কাজ হবে এলাকার বেকারত্ব দূরীকরণ। এই লক্ষ্যে পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন করা হবে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে একটি মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়ে তোলা হবে।” তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে আরও বলেন, “নির্বাচিত হলে এই এলাকার সামগ্রিক পরিবর্তনে প্রতিটি গ্রামে পাকা রাস্তা নির্মাণ করা হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ছোলাইমান মোল্লা, ইব্রাহীম সরকার, সাব্বির আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ। দুর্গাপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড রাওনাট পশ্চিম উত্তর পাড়ার সর্বস্তরের জনগণের ব্যবস্থাপনায় আয়োজিত এই উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ ভোটারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



















