
নাসির উদ্দীন,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আমরা নতুনে বিশ্বাস করি মানবিক সংগঠনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে আনবিক সংগঠনের উদ্যোগে কাঠালিয়ার ৫১ নং কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শৌলজালিয়া ইউনিয়নের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধীক শিক্ষার্থী অংশ নেয়। মানবিক সংগঠনের সদস্য রফিকুল ইসলাম সোহাগ জানান, বৃত্তি পরিক্ষার সকল খরচ আমাদের ব্যক্তিগত সংগঠনের আমরা এ বছর শুরু করেছি, আগামীতে আরো বড় ভাবে করার চিন্তা আছে, তিনি আরো জানান, মোট চারটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।এতে ১০০ মার্কের পরীক্ষায় মেধাবীদের বাছাই করে সনদ, নগদ টাকা ও শিক্ষা সামগ্রী দেয়া হবে। আণবিক সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।


























