
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর কলেজ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সাহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা সোহাগ ও নাহিদ।এ ছাড়া জেলা ছাত্রদলের সদস্য রাহী ও মুন্না, এবং কলেজ ছাত্রদলের নূর মোহাম্মদ, জাহিদ, জাকিরুল, রাফি, রাজু, হাসান, রাসেল, স্বপন, জোবায়ের, আশিক, সাগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


























