
মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট : গাজীপুরে প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। তারা আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্বাচনকালীন নিরাপত্তা ও বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, গাজীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সামনে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ কাজে গণমাধ্যমের সহযোগিতায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম। গাজীপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।



















