
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ায় কেলিশহর ইউনিয়নে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৫৮১লিটার মদ উদ্ধার করেন।
সুত্রে জানা যায়,পটিয়ার সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব জাকির নেতৃত্বে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে ৩০শে নভেম্বর (রবিবার) রাত ১০টায় গোপন সুত্রে খবর পেয়ে একদল সেনা সদস্য অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল মহাজন (৪১)সহ ৫৮১লিটার মদ উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ৫লাখ টাকা।সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞেসাবাদে মাদক ব্যবসায়ী রাসেল মহাজন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। উদ্ধার করা মাদকদ্রব্য সহ আটক ব্যবসায়ী রাসেল মহাজনকে পটিয়া থানায় হস্তান্তর করেন।



















