
সুলতান আহম্মেদ( সাঘাটা) গাইবান্ধা: প্রতিনিধিঃ
মাদার অব ডেমোক্রেসি, তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬ নং ঘুড়িদহ ইউনিয়নের কমলপুর গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ মাগরিব আলহাজ্ব বাকের মেহমুদ সরকার জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার।
দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কমলপুর এলাকার সাধারণ মুসল্লি ও এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার শারীরিক অসুস্থতা জাতির জন্য উদ্বেগের বিষয়। তারা দেশনেত্রীর সুস্থতার জন্য সরকারের মানবিক বিবেচনার ওপর জোর দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ তৈরির আহ্বান জানান।
পরে মসজিদের ইমামের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত জনগণ জানান, সংকটের এই সময়ে দেশনেত্রীর সুস্থতা কামনায় সবাই ঐক্যবদ্ধভাবে দোয়ায় অংশ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।



















