
এস এ খান শিল্টু মেহেরপুর প্রাতিনিধি : মেহেরপুরে সদর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০১/১২/২৫ সোমবার বাদ এশা মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, পৌর ছাত্রদলের সদস্য সচিব জারজিস ইউসুফ রৌমিক এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল ও তার কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাসিবুল ইসলাম। উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসারুল হক, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ,সাধারণ সম্পাদ অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, এছাড়াও উপজেলা পৌর ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতায় ভুগছেন। তাঁর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দল-মত নির্বিশেষে সকলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।



















