
খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:: শিশুদের কাছে বিদ্যালয়কে আনন্দময় করে তুলতে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী ক্লাস পার্টি।
সোমবার (১ ডিসেম্বর) জেলা শহরের মিশনমোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই ক্লাস পার্টির আয়োজন করা হয়। গতানুগতিক পড়াশোনার একঘেয়েমি দূর করতে এবং শিক্ষার্থীদের মনোভাব চাঙ্গা করতেই এ উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের প্রথম ধাপে শ্রেণিভিত্তিক কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় প্রতিষ্ঠানটির সভাপতি আমিনুর ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, শ্রেণিশিক্ষক এবং আমন্ত্রিত অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজনে বক্তব্য দেন স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। তিনি বলেন, “দীর্ঘসময় পড়াশোনা, পরীক্ষা ও প্রতিযোগিতার চাপে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এমন আয়োজন তাদের মনকে হালকা করে, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক গভীর করে এবং দলগত কাজের প্রতি আগ্রহ বাড়ায়। কক্ষ সাজানো, কেক আনা বা ছবি তোলার পরিকল্পনাগুলো নিজ উদ্যোগে করতে গিয়ে তাদের নেতৃত্ব ও দায়িত্ববোধও বৃদ্ধি পায়।”
বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলাম বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও আনন্দের প্রয়োজন রয়েছে। নিয়ন্ত্রিত ও শালীন পরিবেশে এমন ক্লাস পার্টি আয়োজন করলে তা পরীক্ষার আগে মানসিক চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করি।”
উৎসবমুখর এই ক্লাস পার্টি শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উৎসাহ ও একাত্মতার সঞ্চার করেছে— এমনটা জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।



















