
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: ইসলামি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে হিন্দা- কাসবা শাহী জামে মসজিদ। জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে মসজিদটি অবস্থিত।জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদ।পাঁচ গম্বুজ বিশিষ্ট হিন্দা-কাসবা জামে মসজিদ।
বাংলা১৩৩৫ সালে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদটি নির্মিত হয়।এটি মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত।যার দোয়ালে কাঁচ চিনামাটির টুকরা ও মোজাইক দিয়ে বিভিন্ন নকশা করা হয়েছে,যা ইসলামিক ধরতের স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন।
মসজিদটি নির্মাণের সঠিক সময় এবং কার দ্বারাই নির্মিত হয়েছিল, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও এটি পীর কাসিমপুরের খাজা শাহ্ মাওলানা আব্দুল গফুর চিশতীর অন্যতম খলিফা আব্দুল খালেক তিশতি দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়।
হিন্দা- কাসবা শাহী মসজিদে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মুসলমান নামাজ পড়তে আসে।মোর্শেদে প্রায় ৪০০ জন মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারো।প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৯ তারিখ মোরশেদ মসজিদ চত্বরে ওরস উপলক্ষে হালকা জিকির অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান,হিন্দা কাসবা শাহী মসজিদ বহু বছর আগে নির্মিত।ঐতিহাসিক এ মসজিদের ইসলামি স্থাপত্য শিল্পের নিদর্শন ধরে রাখতে নানা ধরনের কাজ করা হয়।বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের জন্য বিশ্রাম দার নির্মাণ এবং বিভিন্ন সংস্কার কাজ করা হচ্ছে।এতো সরকারে পৃষ্ঠপোষকতা পেলে দর্শনার্থীর সংখ্যা দিন দিন আরো বেড়ে যাবে।



















