, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

জয়পুরহাটের ঐতিহ্যবাহী ও ইসলামি স্থাপত্যশিল্পের হিন্দা কাসবা শাহী জামে মসজিদ

  • প্রকাশের সময় : ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: ইসলামি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে হিন্দা- কাসবা শাহী জামে মসজিদ। জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে মসজিদটি অবস্থিত।জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদ।পাঁচ গম্বুজ বিশিষ্ট হিন্দা-কাসবা জামে মসজিদ।

বাংলা১৩৩৫ সালে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদটি নির্মিত হয়।এটি মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত।যার দোয়ালে কাঁচ চিনামাটির টুকরা ও মোজাইক দিয়ে বিভিন্ন নকশা করা হয়েছে,যা ইসলামিক ধরতের স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন।
মসজিদটি নির্মাণের সঠিক সময় এবং কার দ্বারাই নির্মিত হয়েছিল, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও এটি পীর কাসিমপুরের খাজা শাহ্ মাওলানা আব্দুল গফুর চিশতীর অন্যতম খলিফা আব্দুল খালেক তিশতি দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়।

হিন্দা- কাসবা শাহী মসজিদে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মুসলমান নামাজ পড়তে আসে।মোর্শেদে প্রায় ৪০০ জন মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারো।প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৯ তারিখ মোরশেদ মসজিদ চত্বরে ওরস উপলক্ষে হালকা জিকির অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান,হিন্দা কাসবা শাহী মসজিদ বহু বছর আগে নির্মিত।ঐতিহাসিক এ মসজিদের ইসলামি স্থাপত্য শিল্পের নিদর্শন ধরে রাখতে নানা ধরনের কাজ করা হয়।বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের জন্য বিশ্রাম দার নির্মাণ এবং বিভিন্ন সংস্কার কাজ করা হচ্ছে।এতো সরকারে পৃষ্ঠপোষকতা পেলে দর্শনার্থীর সংখ্যা দিন দিন আরো বেড়ে যাবে।

জনপ্রিয়

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

জয়পুরহাটের ঐতিহ্যবাহী ও ইসলামি স্থাপত্যশিল্পের হিন্দা কাসবা শাহী জামে মসজিদ

প্রকাশের সময় : ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: ইসলামি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে হিন্দা- কাসবা শাহী জামে মসজিদ। জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে মসজিদটি অবস্থিত।জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদ।পাঁচ গম্বুজ বিশিষ্ট হিন্দা-কাসবা জামে মসজিদ।

বাংলা১৩৩৫ সালে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদটি নির্মিত হয়।এটি মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত।যার দোয়ালে কাঁচ চিনামাটির টুকরা ও মোজাইক দিয়ে বিভিন্ন নকশা করা হয়েছে,যা ইসলামিক ধরতের স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন।
মসজিদটি নির্মাণের সঠিক সময় এবং কার দ্বারাই নির্মিত হয়েছিল, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও এটি পীর কাসিমপুরের খাজা শাহ্ মাওলানা আব্দুল গফুর চিশতীর অন্যতম খলিফা আব্দুল খালেক তিশতি দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়।

হিন্দা- কাসবা শাহী মসজিদে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মুসলমান নামাজ পড়তে আসে।মোর্শেদে প্রায় ৪০০ জন মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারো।প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৯ তারিখ মোরশেদ মসজিদ চত্বরে ওরস উপলক্ষে হালকা জিকির অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান,হিন্দা কাসবা শাহী মসজিদ বহু বছর আগে নির্মিত।ঐতিহাসিক এ মসজিদের ইসলামি স্থাপত্য শিল্পের নিদর্শন ধরে রাখতে নানা ধরনের কাজ করা হয়।বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের জন্য বিশ্রাম দার নির্মাণ এবং বিভিন্ন সংস্কার কাজ করা হচ্ছে।এতো সরকারে পৃষ্ঠপোষকতা পেলে দর্শনার্থীর সংখ্যা দিন দিন আরো বেড়ে যাবে।