
জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আখাউড়া পৌরসভার কোড্ডা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি চৌকস টিম।
থানা সূত্রে জানা যায়, আখাউড়া থানা পুলিশের একটি টিম নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে কোড্ডা বাইপাস এলাকায় অবস্থান করছিল। এসময় একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এলাকা অতিক্রম করলে পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশির উদ্যোগ নেয়। পরবর্তীতে প্রাইভেটকারটি জব্দ করে ভেতরে তল্লাশি চালানো হলে ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিগন হলেন কামরুল (৪০) প্রকাশ গোলাম রাব্বি (২৫) তারাগন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদকচক্রের সাথে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আখাউড়া থানা পুলিশ এই সাফল্য অর্জন করেছে বলে জানান দায়িত্বশীল কর্মকর্তারা। পুলিশের বক্তব্য—
“মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান আরও জোরদার করা হবে।”
ঘটনার বিষয়ে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আটক আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।



















