এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামে খোদা বক্স সরকারের ছেলে জিল্লুর রহমান সরকারের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়ালঘরের ভেতরে থাকা প্রায় দুই লক্ষ টাকা মূল্যের একটি গরু পুড়ে মারা যায়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি চরম ক্ষতির মুখে পড়ে। ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সৌজন্য সাক্ষাৎ, সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ফিরোজ আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
স্থানীয়রা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসনিক ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।