
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। গত সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের মধ্যপাড়া এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,- ইসলামপুর ঈশ্বরঘাট গ্রামের মৃত দুলাল প্রামানিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের পশ্চিমপাড়ার মৃত মফিজ শেখের ছেলে কালাম শেখ (৫৮), তারাকান্দি গ্রামের পশ্চিমপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে ইমরুল কাদের সেলিম (৪৮) এবং নলডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার সোলায়মান আলী প্রামানিকের ছেলে উজ্জল মিয়া প্রাং (৪০)। ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের মৃত হাবিজার রহমানের ছেলে আল বাহারের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় চারজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।



















