
মোঃ নয়ন ইসলাম, নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার আওতাধীন ডিমলা উপজেলায় আগামী ১ বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটির নেতৃত্বে থাকছেন—সভাপতি- মোঃ মোরসালিন ইসলাম, সাধারণ সম্পাদক- আজিজুর রহমান। এছাড়াও সহ-সভাপতি: নূরুজ্জামান নাহিদ, মোঃ আশরাফুল অর্জন, মোঃ জহির সরকার জামিল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ দিন ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- নুর আলম সিদ্দিকী (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক- শামীম হোসাইন, কবির হোসাইন, রাসেল ইসলাম, মোশাররফ রহমান, সাংগঠনিক সম্পাদক – মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও কমিটিতে অন্য পদে সদস্যদের নামের তালিকা প্রকাশ করেন সংগঠনটি।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়োজনবোধে উচ্চ কর্তৃপক্ষ যে কোনো সময় এই কমিটির সদস্য পরিবর্তন, পুনর্গঠন বা বিলুপ্তির ক্ষমতা রাখে। ডিমলা উপজেলায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঘোষিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।



















