
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় র্যাব–১২ এর সিপিএসসি বগুড়া অভিযানে ২০০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে শহরের সেউজগাড়ী পালপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাব–১২ এর একটি আভিযানিক দল সেউজগাড়ী পালপাড়া মোড়ের তিনমাথা থেকে সাতমাথাগামী পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ আব্দুর রশিদ (৩৭), পিতা মৃত মজিবর রহমান, সাং—পূর্ব বোরাই (কালীতলা), ৭নং ওয়ার্ড এবং শ্রী দাম বসাক (৩০), পিতা অজিত বসাক, সাং—লতলা পূর্ব পাড়া, ৭নং ওয়ার্ড; দু’জনেরই থানা—দুপচাঁচিয়া, জেলা—বগুড়া; তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল, একটি সিম কার্ড ও নগদ ১৩০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।



















