
এস এ খান শিল্টু মেহেরপুর : বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় করে মেহেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রায়পুর গ্রামে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসানের তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় মাদ্রাসার ছাত্রছাত্রী, গ্রামের শিশু, রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের প্রতীক তৃণমূল খেটে খাওয়া মানুষের একমাত্র আস্তা, তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি উনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসে, সবাই দোয়া করবেন মহান আল্লাহর কাছে মহান আল্লাহ পাক উনাকে যেন দ্রুত শেফা দান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাঁকা বিল্লাহ, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, আমদহ ইউনিয়নের রায়পুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুল খা সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়পুর জামে মসজিদের পেশ ইমাম মাহাবুবুর রহমান , মোনাজাত শেষে উপস্থিত শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।



















