
মজিবুর রহমান কালিগঞ্জ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আয়োজনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২৫ ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।কর্মসূচিতে বক্তারা বলেন, দুনিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশের সরকারি এক হক কর্মচারীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের ন্যায্য অধিকার আদায়ে ৫ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিশেষ করে ৯ম জাতীয় পে-স্কেলের দাবিটি দীর্ঘদিনের, যা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।বক্তারা আরও বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জীবনমান উন্নয়ন, বেতনভাতা বৃদ্ধি, পেনশন সুবিধা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না হলে কর্মচারীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি বাস্তবায়নের আহ্বান জানান। আয়োজক:বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কালীগঞ্জ উপজেলা শাখা, গাজীপুর।



















