গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সোনালী ব্যাংকের নিচে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালিহাতী পৌর শ্রমিক দলের আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটোর পক্ষ থেকে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় উপজেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠন, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাত তুলে দোয়া প্রার্থনা করেন। মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন। উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, বিএনপি নেতা হারুন আর রশিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা জনি, বিএনপি নেতা আব্দুস সালাম, শ্রমিক নেতা আব্দুল কালামসহ উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।
নেতারা বলেন, দেশনেত্রীর সুস্থতা জাতির প্রত্যাশা। তাঁর দ্রুত আরোগ্যের কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শান্ত পরিবেশে মিলাদ, মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।