
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় ধান মাড়াইয়ের সময় উড়ানো ধুলা-বালি পাশের বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কৃষক পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন” কৃষক সাইফুল ইসলাম (৪৫), তার ছোট ভাই আবু বক্কার (৪০), সাইফুলের ছেলে রানা মিয়া (১৮), রিফাত হোসেন (১৫) এবং আবু বক্কারের স্ত্রী ফাতেমা খাতুন (৩৪)। গুরুতর আহত সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) আহত কৃষক সাইফুল ইসলামের স্ত্রী রেহানা খাতুন বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ইসমাইল হোসেন ও তার স্ত্রী ফিরোজা খাতুনসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে কৃষক সাইফুল ইসলাম ও প্রতিবেশী ইসমাইল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সাইফুল ইসলাম বাড়ির আঙিনায় মেশিনে ধান মাড়াই করছিলেন। মাড়াইয়ের ধুলা-বালি ইসমাইল হোসেনের বাড়িতে উড়ে গেলে ক্ষুব্ধ হয়ে ইসমাইল ও তার পরিবারের সদস্যরা সাইফুলের ওপর হামলা চালায়। সাইফুলকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।
অন্যদিকে ইসমাইল হোসেনের স্ত্রী ফিরোজা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, “সাইফুলের মেশিনে ধান মাড়াইয়ের ধুলা আমাদের খামারে ঢুকে মুরগিগুলো মারা যাওয়ার উপক্রম হয়েছিল। নিষেধ করলে উল্টো তারা আমাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।”
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, “ধান ওড়ানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















