
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সিপিএসসি র্যাব-১২ এর বিশেষ অভিযানে বগুড়া শহরের নামাজগড় ১নং রেলগেট এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি ও প্রতারক মোঃ ফারুক হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গত ১০ নভেম্বর ২০২৩ তারিখে ফারুক হোসেন (পিতা: মৃত ওয়াজেদ আলী, সাং সরলপুর, থানা বগুড়া সদর) ভিকটিমের সঙ্গে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর ফারুক যৌতুকের জন্য স্ত্রীকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এক পর্যায়ে ভিকটিম ব্র্যাক ব্যাংক থেকে ৫,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করে স্বামীর ব্যাংক একাউন্টে জমা দেন। ফারুক মৌখিকভাবে কিস্তি পরিশোধের প্রতিশ্রুতি দেয়।
পরবর্তীতে ভিকটিম কিস্তি পরিশোধের কথা বললে ফারুক জানায়, গত ৩ এপ্রিল ২০২৪ তিনি ভিকটিমকে তালাক দিয়েছেন এবং ওই তথ্য গোপন রেখে কৌশলে ঋণের টাকা গ্রহণ করেছেন। একইসঙ্গে তালাকের বিষয় গোপন রেখে স্বামী পরিচয়ে শারীরিক সম্পর্কও অব্যাহত রেখেছেন।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করেন। আসামিকে ধরার জন্য র্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং গোপন সূত্রে জানতে পারে যে ফারুক নামাজগড় ১নং রেলগেট এলাকায় অবস্থান করছে।
র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় মঙ্গলবার রাতে সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১নং পলাতক আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২টি বাটন মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ ১,২৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



















