
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত আব্দুল মোন্নাফের পুত্র ফয়েজ উদ্দিন এই অভিযোগ তুলেছেন। তিনি তার ভোগদখলীয় জমি জবরদখল ও মামলা দিয়ে হয়রানি করায় লালমনিরহাট সদর থানায় গত ৩০ নভেম্বর একটি অভিযোগ দায়ের করেছেন ।
সরেজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায়, ফয়েজ উদ্দিন তার পৈত্রিক সূত্রে পাওয়া ১০ দশ) শতক জমি দীর্ঘ এক যুগ ধরে সপরিবারে ভোগদখল করে আসছেন। যার সত্যতা পাওয়া যায় ফয়েজ উদ্দিনের বৃদ্ধা মায়ের সাথে কথা বলে। এমতাবস্থায় প্রতিপক্ষ শরিফা বেগম, তাজুল ইসলাম, শাহ আলম, শফিকুল ইসলাম ও গিয়াস উদ্দিন সহ যোগসাজশ করে তার বাড়ি ভিটা দখলের অপচেষ্টা সহ বিভিন্ন মিথ্যা মামলা করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বলে জানা যায়।
এরই পরিপ্রেক্ষিতে তিনি বাদী হয়ে লালমনিরহাট আদালতে গত ১৮ আগষ্ট ১৪৪/১৪৫ ধারার অপরাধ আমলে নেয়ার জন্য একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিবাদীগণকে উক্ত জমিতে না নামার জন্য ও আইন-শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ প্রদান করেন।
কিন্তু জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ফয়েজউদ্দিন স্থানীয় বাজারে অবস্থান করা কালীন আদালতের আদেশ অমান্য করে উক্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে প্রবেশ করে, তারা ফয়েজ উদ্দিনের ছোটো মেয়ে পারুল বেগমকে পিটিয়ে আহত করে এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসময় তারা ফয়েজ উদ্দিনের স্ত্রীকেও বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। যার বেড নং- এক্সট্রা ৫০, রেজি নং- ৫১০১/৪৭৫, বেড নং- এক্সট্রা ৫১, রেজি নং- ৫১০২/৪৭৬।
অপরদিকে গত ২৮ নভেম্বর ওই কুচক্রী মহল তার বাড়ির উঠানে বালু ফেলতে থাকে। এতে ফয়েজ উদ্দিন বাধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। একপর্যায়ে তারা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এব্যাপারে ফয়েজ উদ্দিনের সাথে কথা হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এদিকে প্রতিপক্ষরা জানান একই বিষয়ে লালমনিরহাট সদর থানায় শরিফা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন
এবিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনর্চাজ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমনিরহাট প্রতিনিধি : 




















