এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী মৎস্য সেটে নির্বাচনী গণ সংযোগ করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। শুক্রবার(০৫ ডিসেম্বর) সকাল ১০ টায় তিনি এ গণসংযোগ করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,বুধহাটা ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ,বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম,হাফেজ বিল্লাল হোসেন,মেম্বর শীষ মোহাম্মাদ জেরী প্রমুখ।