
শাফিন আহমেদ স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র প্রার্থী মসিউর রহমান জিসান নিজস্ব প্রতীক ‘গরুর গাড়ি’ নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার সকালে লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে থেকে প্রায় ৬০–৭০টি মোটরসাইকেলের বহরসহ তিনি প্রচারণা শুরু করেন।
প্রচারণাকালে তিনি বিভিন্ন সড়ক, গ্রাম, বাজার ও ঘাটে ঘুরে ভোটারদের কাছে সমর্থন চান। জিসান দাবি করেন, নির্বাচিত হতে পারলে তিনি মুন্সীগঞ্জ-১ আসনের মানুষের সমস্যা এবং প্রয়োজনগুলো জাতীয় সংসদে তুলে ধরবেন। তিনি আরও জানান, ২০২০ সাল থেকেই তিনি এ আসনের প্রতিটি গ্রামের মেঠোপথ ঘুরে মানুষের সাথে যোগাযোগ করছেন এবং ধারাবাহিকভাবে বিজেপির সংগঠনকে সক্রিয় রেখেছেন।
প্রচারণার এক পর্যায়ে তিনি নিজ গ্রাম সিংপাড়ার বাইতুল আকসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় কর্মীসহ গ্রামের সাধারণ মুসল্লিরাও তার সঙ্গে নামাজে অংশ নেন। নামাজ শেষে তিনি গ্রামের গন্যমান্য ব্যক্তি, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও যুবকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মতামত শোনেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন—
সাইফুল ইসলাম, আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি
তওসীফ মুস্তফা তকী, সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি
নুরুল আলম বাদল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি
নাজিম উদ্দীন, কার্যকরী সদস্য কেন্দ্রীয় কমিটি
মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রার্থীর মতো মসিউর রহমান জিসানের প্রচারণাও আরও গতি পেয়েছে।



















