
মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী–সংশ্লিষ্ট যুব বিভাগের উদ্যোগে গতকাল বিকেলে দূর্গাদহ বাজার বটতলায় এক গুরুত্বপূর্ণ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, তরুণ ভোটার এবং এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদসা ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট–১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা যুব বিভাগের সভাপতি ও জয়পুরহাট–২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ মোঃ আব্দুল বাতেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন।এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিক, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইলিয়াস হোসেন, যুবনেতা সোহেল রানা সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



















