
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের রাজবাড়ী–কালুদাম গ্রামে ২৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গ্রামীণ সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় ২৫০ মিটার সড়কটির উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা মহতাব উদ্দিন সন্টু, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মুনিম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার মোশারফ হাসান, বিএনপি নেতা রেজাউল ইসলাম, আরমান হোসেন রকি, বাবলু এবং শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে জননেতা এনামুল হক শাহীন শাজাহানপুর উপজেলার ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



















