
শাফিন আহমেদ স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুত্বর আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি বঙ্গাবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় রিপন বাদী হয়ে নান্নু মোড়লকে প্রধান বিবাদী করে ৫জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভাতিজা জাহিদ ইসলাম (৯) এর অহেতুক কথা-কাটাকাটিকে কেন্দ্র করে একই এলাকায় নান্নু মোড়ল, বাতেন মোড়ল, চুন্নু মোড়ল,মারুফ ও রেখা বেগমসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন বে-আইনীভাবে হাতে লাঠি,শোঠা কাঠের ডাসা ইত্যাদি নিয়ে সন্ধ্যার দিকের ভুক্তভোগী রিপনের বসত বাড়ীতে ঢুকে বাড়ীঘরে হামলা চালায়। এসময় ভাই রাসেলসহ ভগ্নীপতি খায়রুল ইসলাম বাধা নিষেধ করলে তাদরেকে এলোপাথারী পিটিয়ে গুরুত্বর আহত করে। সন্তানদের রক্ষা করতে মা জায়দা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। আহতদের ডাকচিৎকারে আশপাশের রোকজন এগিয়ে আসলে বিবাদীরা ঘর দরজা পিটিয়ে ভাংচুর এবং প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে অভিযুক্ত বাতেন মোড়লের কাছে জানতে তিনি বলেন, উভয় পক্ষের মধ্য মারামারির ঘটনা ঘটে। এতে আমার ভাবীও আহত হয়।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আঃ কাদির বলেন, এঘটনায় একপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



















