
মজিবুর রহমান কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের পারাবর্তা গ্রামস্থ্য ফরেস্টের পাশে খেলার মাঠের মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনিরকে হত্যা করে ফেলে পালিয়ে যায়।
সন্ধ্যায় স্থানীয় লোকজন মৃতদেহ দেখতে পেয়ে উলুখোলা ফাড়ির পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে সুরতহালের পর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, মৃতের ব্যাক্তির নাম মনির মোল্লা (৫৫), সে কালিগঞ্জ থানা এলাকার
পারাবর্তা গ্রামের মৃত: হাশেম মোল্লার ছেলে।
গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ পেয়ে উলুখোলা ফাঁড়ি ইনচার্জ এসআই (নিঃ) মোঃ জামাল উদ্দিন ঘটনাস্থলে সঙ্গীও ফোর্স সহ উপস্থিত হয়ে ভিকটিমের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পক্ষে এখনো কোন মামলা হয় নাই। কাইকে আটক করা হয় নাই। জিডির প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য মৃতদেহটি গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এবং মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।



















