
মুজিবুর রহমান কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তানিয়া নামে এক তরুণী।
প্রায় ১১ বছর ধরে চলা প্রেমের সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি প্রেমিকের বাড়িতে হাজির হয়ে বিয়ের দাবিতে অবস্থান শুরু করেছেন বলে জানা গেছে।
গতকাল (শনিবার ৬ ডিসেম্বর ২৫) বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের ইসমাঈল বাগমারের বাড়িতে।
সরেজমিনে গেলে তানিয়া অভিযোগ করে বলেন, তার প্রেমিককে বিয়ে থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ছেলের বাবা ইসমাঈল বাগমার নানাভাবে চাপ দিচ্ছেন। ইসমাঈল বাগমকর তার ছেলে মোর্শেদ বাগমারকে বিদেশ পাঠানোর জন্য উত্তরায পাঠিয়ে দিয়েছে, যাতে সম্পর্কটি ভেঙে যায়।
এ পরিস্থিতিতে তানিয়া ন্যায়বিচারের আশায় প্রেমিকের পরিবারের কাছে মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামে মোর্শেদ এর বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনড় রয়েছেন।
ঘটনাটি এলাকায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মোর্শেদের বাবা, ইসমাঈল বাগমার জানায়, আমার ছেলেকে প্রতারনার ফাঁদে ফেলার চেস্টা করছে।
তানিয়া জানান, দীর্ঘ ১১ বছরের সম্পর্কের পর হঠাৎ এমন সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়। তাকে বাড়িতে এনেও শারিরীক সম্পর্ক করেছে। তানিয়া ইতি পুর্বে ঘুমের বড়ি সেবনে ৫ দিন গাজীপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি দ্রুত স্ত্রীর মর্যাদা দিতে প্রেমিকের পরিবারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় বিষ পানে আত্মহত্যা করার হুমকি দিয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় মোক্তারপুর ইউপি সমদ্য আনোয়ারুল হক নাদের জানান, আমাকে অবিহত করা হয়েছে, আমি মেয়ের বাবা সোলাইমান ও চাচার সাথে কথা বলেছি তারা রবিবার সকালে আসলে বিষয়টি নিয়ে বসবো।



















