
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার ধুনট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আতিকুল ইসলাম। রবিবার (০৭ ডিসেম্বর) রাতে তিনি তাঁর নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী জেলার দুর্গাপুর থানায় সফলভাবে ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশে আউটসাইড ক্যাডেট হিসেবে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০১৬ সালে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হন।
নবাগত ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, “ধুনট উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি ও দালাল-নির্মূল এলাকায় রূপান্তর করতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “ধুনট থানাকে একটি আদর্শ ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সকলেই সমানভাবে আইনি সেবা পাবেন।



















