এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাঃ তৌহিদুল ইসলাম (বিপি-৭৮০৬১২৬২৫৪)। তিনি পুলিশ পরিদর্শক (নিঃ) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এর আগে ওসি তৌহিদুল ইসলাম রাজশাহী জেলার বৃহত্তর বাগমারা থানায় দায়িত্ব পালন করেন। ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ওই গুরুত্বপূর্ণ থানায় তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
নতুন কর্মস্থল উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত ও বহুল আলোচিত শাজাহানপুর থানায় যোগদান করে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শাজাহানপুর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বলেও নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।
ওসি তৌহিদুল ইসলাম আশা প্রকাশ করেন" জনগণের সহযোগিতা, পুলিশ প্রশাসনের সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক প্রচেষ্টায় শাজাহানপুর থানা আরও উন্নত ও জনবান্ধব সেবার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।