
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইব্রাহীম আলী। সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি শেরপুর থানায় নতুন কর্মস্থলে যোগদান করেন এবং পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি)-এ দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্থায়ী বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়।
দায়িত্ব গ্রহণ শেষে ওসি মোঃ ইব্রাহীম আলী বলেন, “শেরপুর থানার প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ।”



















