জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ১৯৭১ সালের এদিনে ব্রাহ্মণবাড়িয়া পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে এই অঞ্চল। দিবসটি উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলিস্থ শহিদ মুক্তিযোদ্ধাদের নামফলক সম্মলিত স্মৃতিস্তম্বে জেলা পুলিশের পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে। এদিন বিকেলে বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।জাতীয় পতাকা উত্তোলন করেন।