
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের ছিলিমপুরে টাচস্টোন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পবিত্র আল-কোরআনের সবক প্রদান অনুষ্ঠান সোমবার (৮ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, গবেষক, সাংবাদিক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
স্কুলের ১৬ জন শিক্ষার্থীর সবক প্রদান উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মজিদ, এ জে এম হামিদুল ইসলাম রাহেল, কৃষিবিদ এ কে আজাদ, নাজিম উদ্দিন আহমদ, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম সোহেল, আব্দুল মালেক, ডা. মো. আরিফুর রহমান তালুকদার, রাশেদুল ইসলাম রোমান, আবুল কাশেম ও জালাল উদ্দিন।
এ ছাড়া বক্তব্য রাখেন হাসান বিন কেরামত, সরদার ফাতেমা জোহরা ময়না, রোকসানা আফরোজ, সাইফুল ইসলাম, শাহনাজ পারভীন, শামীম হাসান, কে. এম. শামীম হাসান, সালমা খাতুন, মাহমুদা আক্তার, মুহাইমেনুল ইসলাম, নিয়ামুল হোসাইন, মারুফা আক্তার, উম্মে রায়বিনা রিয়া ও আলহাসিব প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কোরআন তিলাওয়াত ও সবক শুনে অতিথিরা তাদের প্রশংসা করেন।



















