কাজিপুর প্রতিনিধিঃ
' দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ,গড়বে আগামীরশুদ্ধতা '-এই প্রতিপাদ্য নিয়ে গণসচেতনতা ও সততা চর্চার লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সহযোগীতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজিপুর সিরাজগঞ্জ এর আয়োজনে সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনপূর্বক, কাজিপুর - সিরাজগঞ্জ রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ, এনজিও প্রতিনিধিগন,বিএন সিসি,স্কাউট, গার্লস গাইড প্রতিনিধিগন।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান । দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, কাজিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেক্সটইল ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট কাজিপুর এর অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক হারুনর রশীদ দিপু, সাংবাদিকদের পক্ষে আব্দুল জলিল, শিক্ষার্থীদের পক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর শিক্ষার্থী বিপ্লব হোসেন ও রসনি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা দুর্নীতি প্রতিরোধকমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,সুশীল সমাজের এক অংশ ,দুর্নীতি প্রতিরোধ কমিটির অনাান্য সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ,মুক্তিযোদ্ধাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উক্ত সভায় দুর্নীতির ভয়াবহ দিক তুলে ধরার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজসহ প্রত্যেক নাগরিকের করণীয় সম্পর্কে আলোকপাত করা হয় এবং শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে নানা পরামর্শ প্রদান করা হয় ।